বিটিএমসি নিয়ন্ত্রিত যশোরের নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল মিলটি চালুসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন হয়েছে। অভয়নগর উপজেলা শ্রমিকদলের উদ্যােগে সোমবার বিকেল সাড়ে ৫ টায় বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে যশোর খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিকদল আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অংশগ্রহন করেন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, এক সময় বেঙ্গল টেক্সটাইল ছিল অভয়নগরসহ আশপাশের এলাকার শ্রমজীবী মানুষের আয়ের প্রধান উৎস। আজ তা বন্ধ হয়ে যাওয়ায় হাজারো শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে বন্ধ এ মিল চালু ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এ মিল চালু হলে শ্রমিকদের সাথে রাষ্ট্রও উপকৃত হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, শ্রমিক নেতা রফিকুল ইসলাম টুলু প্রমুখ।