আ’লীগের রাজনীতি নিষিদ্ধ করায় যশোরে জামায়াতের শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল

Share

যশোর প্রতিনিধি 
 বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখার উদ্যোগে আওয়াামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ‘শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুজ্জামান, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক আশরাফ আলী, মাওলানা ইসমাইল হোসেন, জামায়াত ও ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সভাপতিত্ব করেন শহর শাখা সভাপতি অধ্যাপক শামসুজ্জামান’ সঞ্চালনা করেন শহর সেক্রেটারি ইমরান হোসাইন’ প্রধান অতিথি জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ যে দমন-পীড়ন চালিয়েছে, তার প্রতিবাদে এবং ইসলামী আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধের এই দিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামপন্থী রাজনীতি এবং আলেম সমাজের ওপর বারবার আঘাত হেনেছে। পতিত স্বৈরাচার সরকারের শাসনামলে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে হামলা, মামলা, খুন-গুম ফাঁসি, গ্রেপ্তার এবং হত্যার ঘটনা ঘটিয়েছে।
নন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিচার ও ফাঁসির ঘটনা এদেশের ইতিহাসে এক কালো অধ্যায়।
তিনি বলেন,অতিতের ইতিহাস উল্লেখ করে জেলা আমীর আরও বলেন, যেভাবে যুগে যুগে অত্যাচারী শাসকগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেছেন, ঠিক সেভাবেই আজ এই দেশে জুলুমবাজ সরকারের পতনের পথ সুগম করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, হজরত মুসা (আ.) এর যুগে ফেরাউনের দম্ভ বেশি দিন টেকেনি। হজরত ইব্রাহিম (আ.) এর যুগে নমরুদের অমানবিক শাসন বেশি দিন স্থায়ী হয়নি। হজরত মুহাম্মদ (সা.)-এর যুগেও আবু জাহেল-আবু লাহাবদের পরিণতি হয়েছিল করুণ। আল্লাহ তাআলা তার দ্বীনের বিরোধীদের কখনো টিকিয়ে রাখেননি। তার সুন্নত অব্যাহত আছে এবং থাকবে।
 সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Read more