যশোরে ভারত ও পাকিস্তানের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যশোরে মানববন্ধন

Share

পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যশোরে মানববন্ধন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, এ যুদ্ধে ভারত, পাকিস্তানের জনগণের সমর্থন নেই। এটি দুটি দেশের সরকারে মধ্যে যুদ্ধ।

পারমাণবিক শক্তিধর দেশ দুটি যুদ্ধ অব্যাহত রাখলে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিক বিপর্যয়ে পড়বে। ফলে আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।

Read more