ঝিকরগাছায় অবৈধভাবে বালু-মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,আটক ২

Share

যশোর অফিস: যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কাটার অপরাধে দুইজনকে আটক এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে স্থানীয় ব্যক্তিদের সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝিকরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। অভিযানে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী হাড়িখালি গ্রামের মুসা গাজীর ছেলে ইমরান হোসেন (১৮) এবং একই এলাকার হান্নান গাজীর ছেলে রানা মিয়া (২০)কে আটক করা হয়।

ইউএনও ভুপালী সরকার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাদের আটক করে থানায় পাঠানো হয়।

বর্তমানে ইমরান ও রানা ঝিকরগাছা থানার হেফাজতে রয়েছেন।

Read more