যশোর প্রতিনিধি
যশোর শহরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবককে বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে কৃষ্ণবাটি জামিয়ানা মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। একই এলাকার মাহিম (২০), হাফিজুর (৩০) ও মিজান (২৩) পূর্বপরিকল্পনা অনুযায়ী আলী বক্সকে ডেকে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা প্রথমে বোমা নিক্ষেপ করে তাকে আহত করে, এরপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। হামলার ফলে তার বাম হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
আহত আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে। ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।