যশোর অফিস
যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-কর্মচারীরা পাঁচ দফা দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছেন। দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিলম্বিত পারিতোষিক ও ভাতা পরিশোধ, বেতন বাজেট কার্যকর এবং নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানানো হয়।
আহ্বায়ক ডা. আবুল হাশেমের নেতৃত্বে মানববন্ধনে কলেজের অধ্যক্ষসহ প্রায় ৪০ জন অংশ নেন। বক্তারা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।