যশোর অফিস
যশোরে চিকিৎসক পরিচয় দিয়ে এক কম্পিউটার ইঞ্জিনিয়ার (২৩) তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সদর উপজেলার বাহাদুরপুর আড়পাড়া গ্রামের আলী আকবর (৬০) ও তার ছেলে হুমায়ুন কবিরকে (৩২)।
ভুক্তভোগী এজাহারে জানান,২০১৪ সালে হুমায়ুনের সঙ্গে তার পরিচয় হয়। নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে হুমায়ুন তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে নানা সময়ে প্রতারণার মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ ২৭ মার্চ ফের ধর্ষণের পর ৫০ লাখ টাকা দাবি করে ব্ল্যাকমেইল করে।
পরে তদন্ত করে জানা যায়, হুমায়ুন প্রকৃতপক্ষে চিকিৎসক নন, প্রতারক। সে চাকরিজীবী নারীদের টার্গেট করে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে। পরিস্থিতি বিবেচনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।