যশোরে ইপিজেডের অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক বিতরণ

Share

যশোর অফিস: যশোরে ইপিজেড প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে যশোর কালেক্টরেটের সনেট সভাকক্ষে ২৭ জন জমির মালিকের হাতে ২ কোটি ৪৪ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুজন কুমার সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় ইপিজেড নির্মাণের জন্য প্রায় ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির মালিকদের প্রায় ২২শত আবেদন থেকে যাচাই-বাছাই শেষে ৩৫০টি আবেদন চূড়ান্ত করে প্রায় ৫০০ জন জমির মালিকের মধ্যে মূল্য পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ দাবির নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।

চেক বিতরণকালে জেলা প্রশাসক মালিকদের সতর্ক করে বলেন, “কারো প্ররোচনায় বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। প্রকৃত জমির মালিকরা নির্ধারিত মূল্যের চেক যথাসময়ে পাবেন।”

Read more