যশোরে ট্রেনে কেটে অজ্ঞাত নামা এক যুবক নিহত

Share

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলায় ট্রেনে কেটে অজ্ঞাত নামা এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার বড় হৈবতপুর গ্রামের মাঝামাঝি ট্রেন লাইনে এদুঘটনা ঘটে। স্থানীয় দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার রাত নয়টার দিকে স্থানীয় লোকজন ট্রেন লাইনের উপর ক্ষতবিক্ষত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয় লোকজন খবর দিলে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ও রেল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়। এলাকাবাসী ও পুলিশের ধারণা ট্রেনে কেটে যুবকের মৃত্যু হতে পারে। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) আব্দুর রউফ জানান, লাশটি ট্রেনে কেটে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

Read more