ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতা খুনের অভিযোগ

Share

কক্সবাজার প্রতিনিধি 
সোমবার দুপুরে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে এক বিএনপি নেতাকে খুনের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
নিহত রশিদ আহমেদ (৫৭) কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি। আর অভিযুক্ত অমিত ইকবাল কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
এ ঘটনায় অভিযুক্ত অমিতের ভাই কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যার কথার নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ। তিনি বলেন, ‘কালারমারছড়ায় রশিদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের পুকুরপাড়ে রাজনীতি নিয়ে প্রতিদিনের মত এক অপরের সাথে কথা বলছিলেন অমিত ও রশিদ। এক পর্যায়ে অমিত ক্ষিপ্ত হয়ে রশিদকে আঘাত করে। পরে আবারও অমিত ও তার ভাই কামরুল রশিদকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় রশিদকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুলকে পুলিশে দেয়।
পরে বিক্ষুব্ধরা অমিত ইকবালের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

Read more