যশোরে ধারের টাকা চাওয়ায় মারপিট করে ছিনতাইয়ের অভিযোগ

Share

বিশেষ প্রতিনিধি
টাকা ধার নিয়ে না দিয়ে নানা তাল বাহনার এক পর্যায় ফেরত দেওয়ার কথা বলে ডেকে গালিগালাজের এক পর্যায় লোহার রড দিয়ে পিটিয়ে গৃহবধূ ভানু রানী দাস (৫৭) ও তার ছেলে দিপু (৩৩)কে আহত করে। ছেলের গলায় থাকা ৮ আনা ওজনের স্¦র্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় প্রতিবেশী একই পরিবারের ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেন, আহত গৃহবধূ যশোর শহরের ঘোপ জেলরোড এলাকার কার্তিক চন্দ্র দাসের স্ত্রী ভানু রানী দাস। মামলায় আসামী করা হয়,প্রতিবেশী মৃত রিদ কোমল দাসের ছেলে বিকাশ দাস,বিকাশ দাসের স্ত্রী শিখা রানী দাস ও মৃত রিদ কোমল দাসের স্ত্রী পিরোনী রানী দাস।
মামলায় গৃহবধূ উল্লেখ করেন,বিগত ১ বছর পূর্বে বিকাশ দাস ১ মাসের কথা বলে গৃহবধূ ভানু রানী দাসের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। ধার নেওয়ার পর সময় মতো  ফেরত না দেওয়ায় গৃহবধূ প্রায় সময় ধারের টাকার জন্য বিকাশ দাসের কাছে চাইতে গেলে না দিয়ে ঘুরানোর এক পর্যায় নানা তালবাহনা করে। এক পর্যায় গত ১১ এপ্রিল বিকাশ দাস টাকা ফেরত দেওয়ার কথা বলে গৃহবধূ ওই দিন সকালে উক্ত বিকাশ দাসের বাড়িতে যায়। ধারের টাকা ফেরত চাইলে সে টাকা না দিয়ে উল্টো গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ জানালে পিরোনী রানী দাসের নির্দেশে অন্য দু’জন লোহার রড দিয়ে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। গৃহবধূ ডাক চিৎকার দিলে ছেলে দিপু উদ্ধার করতে এলে তাকে পিটিয়ে জখম করে। এ সময় দিপুর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মা ছেলের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা হত্যার হুমকী দেয়। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।#

Read more