যশোর প্রতিনিধি
যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায় জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক তাজকে আটক করেছে থানা পুলিশ । এর আগে এ ঘটনায় প্রেমিক ও তার এক বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী।আটক তাজ শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে।
মঙ্গলবার তাকে আটকের পর আদালতের সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজের তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল । ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে কৌশলে বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিল তাজের বন্ধু আনন্দ, যিনি শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে।
ফ্ল্যাটে ঢোকার পর তাজ তরুণীকে জুস খেতে দেন। জুস পান করার পর তিনি অর্ধচেতন হয়ে পড়েন। সেই সুযোগে তাজ তাকে ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে তাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি পরিবারের কাছে জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন তিনি।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মামলার পর পালিয়ে গিয়েছিল তাজ। তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান সনাক্ত করে তাকে আটক করা হয়েছে