পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এসএসসি পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের

Share

ঢাকা টাওয়ার ডেস্ক 

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে ‘ সেখানে তারা অন্তত ১ মাস পরীক্ষা পেছানোর এবং প্রতিটি পরীক্ষার মাঝে তিন থেকে চারদিন গ্যাপ রাখার দাবি জানান ‘ সরকার যদি তাদের দাবি না মানেন তাহলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালক করবে বলে উল্লেখ করেন।

শিক্ষার্থীরা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, এর বাইরে পরীক্ষা অংশ না নেওয়াসহ এ সংক্রান্ত সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। একইসঙ্গে অসহযোগ আন্দোলনের ডাক দেবেন। তাদের বক্তব্য পবিত্র রমজান মাসে রোজা রেখে ১৯ লাখ ২৮ হাজারের বেশি শিক্ষার্থীরা ভালভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি ‘ এই পরিস্থিতিতে ঈদের পর পরই পরীক্ষা হওয়ায় তারা পর্যাপ্ত প্রস্তুত নন।

এতে ফল বিপর্যয় হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা ‘ তাই অন্তত এক মাস সময় পিছিয়ে দেওয়ার দাবি জানান। এতে করে ভালভাবে প্রস্তুতি নেওয়ার সময় পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এপ্রিল ও মে মাসে প্রচন্ড গরম থাকবে। গরমে একটানা পরীক্ষা দেওয়া কঠিন। এতে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। এছাড়া বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রও দূরে। তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে নতুন রুটিন প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, বর্তমান যে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে ‘ তাতে আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এতে ৯টি সাধারন বোর্ডের অধীনে এসএসসি শেষ হবে ১৩ মে ‘ আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের পরীক্ষা শেষ হবে ১৫ মে ‘ এছাড়া ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

Read more