যশোরে গলায় চাকু ধরে যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা

Share

যশোর প্রতিনিধি 
যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্সে করে যেয়ে গলায় চাকু ধরে এক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন সাগরপুর গ্রামের রবিউল ইসলাম।
মামলার আসামিরা হলেন যশোর সদর উপজেলার হালসা গ্রামের তাইজেল ঢালীর ছেলে জাহিদুল ইসলাম, তার ভাই আসাদুল ইসলাম, বোন রত্মা খাতুন ও গালদা গ্রামের মিজানুর রহমানের ছেলে ফারুক হোসেন।
অভিযোগ আমলে নিয়ে বিচারক এ বিষয়ে তদন্ত করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, তার মেয়ে রুপমা খাতুনকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিলেন জাহিদুল ইসলাম। এর আগে একবার অপহরণও করে নিয়ে যায় তার মেয়েকে। এ ঘটনায় মামলা করা হয়। পরে মেয়েকে উদ্ধার করে পুলিশ।
এরমাঝে গত ১৩ ফেব্রুয়ারি সকালে সাইকেলে করে বাদী তার মেয়েকে প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছিলেন। সাগরপুর মাঠের পাশে পৌঁছালে আসামিরা একটি অ্যাম্বুলেন্সে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামায়। এরপর জাহিদুল ও আসাদুল বাদীর গলায় চাকু ধরে মেয়েকে অ্যাম্বুলেন্সে উঠানোর চেষ্টা করে। মেয়ে বাধা দিলে আসামিরা তাকে মারপিট করে। পাশে থাকা রাসেল নামের এক যুবক তাদেরকে বাঁচাতে গেলে তাকে ছুরিকাঘাত করে। ফের মেয়েকে গাড়িতে উঠানোর চেষ্টা করলে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা মেয়েকে অ্যাম্বুলেন্স থেকে ফেলে চলে যায়। বাধ্য হয়ে বাদী আদালতে এ মামলা করেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী মীর ফিরোজ হাসান বলেন, গত সপ্তাহে মামলা করার পর আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন। বিভিন্ন মাধ্যম দিয়ে হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি দেয়া হচ্ছে। বাদী পরিবার বর্তমানে নিরাপত্তহীনতায় ভুগছেন।

Read more