শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক কবিরাজ আটক

Share

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফজর আলী বিশ্বাস (৬০) নামে এক কবিরাজ, এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার হাড়িয়াঘোপ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার কেশবপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের কবিরাজ ফজর আলী বিশ্বাস রোববার সুকৌশলে পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুকে বাড়িতে ডেকে এনে যৌন নিপীড়ন করে। থানায় ওই মেয়ের বাবা ঘটনা উল্লেখ করে অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। কবিরাজ ফজর আলী যে সমস্ত নারীদের সন্তান হয় না তাদেরকে কবিরাজী চিকিৎসা করাতেন বলে জানা গেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় ফজর আলীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে সোমবার যশোর আদালতে সোপর্দ করা হয়।

Read more