শরিয়তপুর প্রতিনিধি: শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে,শরীয়তপুর সদর উপজেলার দাতপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ২ ডাকাত নিহত এবং ডাকাতের গুলিতে আহত হয়েছেন ৮ গ্রামবাসী। উপজেলার কীর্তিনাশা নদীর তীরবর্তী দাদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।
জানা গেছে, গতকাল রাত ১০টায় কীর্তিনাশা নদীতে স্পীডবোট ও ট্রলারযোগে ২৪/২৫ জনের ডাকাতদল দাদপুর এলাকায় ডাকাতির প্রস্ততি গ্রহণ করে। এসময় নদীতে থাকা বালু ভর্তি বাল্কহেডের লোকজন ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাতদের গুলিতে ৮ জন আহত হন।
পরে মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী নদীতে ডাকাতদেরকে ধাওয়া করে। একই উপজেলার রাজগঞ্জ এলাকায় কয়েক ডাকাতকে আটক করে গ্রামবাসী বেদম পিটুনী দেয়। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। অপর গুরুতর আহত ৩ ডাকাতকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই ডাকাতদল মাদারীপুরের অংশ রেখে শরীয়তপুরের দিকে চলে যায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।