ঢাকা টাওয়ার ডেস্ক
গত বৃহস্পতিবার আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ৮৮ হাজার ২০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব ” তাঁরা হলেন—সুমন হোসেন (২২) এবং আহান (২২) ‘
আজ শুক্রবার র্যাব ১০–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জাল নোট সরবরাহকারী চক্রের সদস্য। তাঁরা ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।
বর্তমান ঈদের বাজারে বেড়ে উঠেছে রমরমা জাল টাকার ব্যবসা দেশবাসি সকল কে সবধানতা অবল্মন করার জন্য আহবান – ঢাকা টাওয়ার ২৪