শহিদ আব্দুলাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

Share

 

যশোর প্রতিনিধি  :  ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া আব্দুল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঈদুল ফিতর উপলক্ষে শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন শহিদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি বড় আঁচড়ায় গিয়ে তার বাবা আব্দুল জব্বার ও মা মোসাঃ মাবিয়া খাতুনের হাতে এই উপহার তুলে দেন।

এ সময় শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মো. নাসিম জামান রিফাত, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শহিদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, “আমার সন্তান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে পড়াশোনা করত। আশা ছিল, লেখাপড়া শেষ করে চাকরি করে আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে। কিন্তু সেই আশা পূরণ হলো না। তার মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই।”

শহিদ আব্দুল্লাহর পরিবারের প্রতি বিএনপি ও তারেক রহমানের এই সহমর্মিতা তাদের প্রতি দলের প্রতিশ্রুতির প্রতিফলন বলে নেতারা জানিয়েছেন।

Read more