যশোর প্রতিনিধি : যশোরে বড় ধরনের সড়ক দুর্ঘটনা রক্ষা পেয়েছে পরিবহনের যাত্রীরা। তবে মোটরসাইকেলের ধাক্কায় যশোরে এক ব্যক্তি নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন ও ও প্রাইভেটের কিছু অংশ।
জানা যায়, সোমবার দুপুরের দিকে যশোর সাতক্ষীরা নাভারণ সড়কের কলাগাছী চাড়াতলার এলাকার তেল পাম্পের সামনে একটি সড়ক দুর্ঘটনায় ঢাকাগামী হামদান পরিবহনের একটি বাস (যশোর-ব ১১-০২৮০) ও নাভারনগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষের ঘটানোর মুহূর্তে ভাগ্যক্রমে চালকদের সতর্কতার সাথে রক্ষা হয়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও পরিবহন ও প্রাইভেট কারের সামান্য দুমড়ে মুছে যায়।
এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন,দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সোমবার সকালে সাড়ে আটটার দিকে যশোর মনিরামপুর সড়কের সুতিঘাটা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সাত্তার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আব্দুস সাত্তার সদর উপজেলার কাজিপুর রামনগর এলাকার বাসিন্দা।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে আব্দুস সাত্তার তার জমিতে কাজ করার জন্য বাইসাইকেল যোগে যাওয়ার পথে যশোর মনিরামপুর সড়কের রামনগর সুতিঘাটা মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাত নামা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে নিহতের আত্মীয়-স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।