যশোর প্রতিনিধি : সীমান্তে বিনা পাসপোর্টে ভারত থেকে দেশে আসায় এক শিশু ও ৪ নারী সহ ৮জনকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা।
এরা হচ্ছে, নড়াইল জেলার নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরিডাঙ্গার হুমায়ূন বিশ্বাসের শিশু মেয়ে মোছাঃ আয়শা,নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আতিয়ারের ছেলে হুমায়ূন বিশ্বাস,একই গ্রামের হুমায়ূনের স্ত্রী পলি খাতুন, একই এলাকার আরজান শেখ এর স্ত্রী জিবনী বেগম, যশোর সদর উপজেলার চঁচড়া মাঠপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মাসুম হোসেন,শার্শা উপজেলার সমন্ধকাঠি গ্রামের মাসুম হোসেনের স্ত্রী ছাবেদা খাতুন
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানার হাজিগঞ্জ গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী রিয়া খাতুন ও মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার চেংগাকুম গ্রামের প্রবাদ শিকদারের ছেলে আশিত শিকদার। গ্রেফতারকৃতরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাপথে দেশে ফেরার সময় বিজিবিথর সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তারা দেশে আসার বৈধ কোন কাগজপত্র বা পাসপোর্ট দেখাতে পারেনি