যশোর প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বাদ জুম্মা দুপুর ২টায় শহরের রেলগেট মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে দড়াটানা ভৈরব চত্বরে পথসভায় ছাত্র নেতৃবৃন্দ বলেন, ইসরায়েল নিজেদেরকে সন্ত্রাসী ও দখলদার রাষ্ট্রে পরিণত করেছে। তারা পবিত্র রমজানে শান্তিচুক্তি ভঙ্গ করে হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে সারাবিশ্বের কোটি কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে।
নেতৃবৃন্দ গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরব লীগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।