কলেজছাত্রী স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ দুই আসামি গ্রেপ্তার

Share

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার সন্ধ্যায় ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান। নারায়ণগঞ্জে স্বামীকে আটকে রেখে কলেজছাত্রী স্ত্রীকে ‘দলবেঁধে ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে ব়্যাব।

গ্রেপ্তার দুজন হলেন- ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫) এবং তার বন্ধু একই এলাকার মো. রনি (২৫)।
ব়্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, চাঞ্চল্যকর এ ঘটনাটির ‘ছায়া তদন্ত’ শুরু করে র‌্যাব। বিকাল ৩টার দিকে নাজমুলকে পূর্ব লামাপাড়ার বাসা থেকে এবং সন্ধ্যা সোয়া ৭টায় গাজীপুর থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারী নাজমুলদের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। ১৮ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তার নাজমুল ও তার বন্ধুরা মিলে স্বামীকে আটকে নির্যাতনের ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে ‘দলবেঁধে ধর্ষণ’ করে।
ওই নারী (২০) নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী অপর একটি পোশাক কারখানার কর্মী।
কলেজছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণের’ মামলায় মো. রনিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ১৮ ফেব্রুয়ারি রাতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করা হয়। পুলিশ তাদের অভিযোগ পাওয়ার পরও মামলা নেয়নি। এমনকি তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেনি।
ঘটনার আট দিন পর মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলাটি নথিভুক্ত করা হয়। পরদিন দুপুরে পুলিশি হেফাজতে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
এ মামলায় আসামি নাজমুলের অপর বন্ধুরা এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বামীকে আটকে রেখে ছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ’, ৮ দিন পর মামলা নিল পুলিশ
এদিকে, দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
বিকালে দোষীদের গ্রেপ্তার এবং ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় ‘পুলিশের অসহযোগিতার’ অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।সংগঠনটির জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেন৷

Read more