কক্সবাজার প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জনকে ফেরত এনেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ।
শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীতে সীমান্তের শূন্যরেখায় বিজিবির কাছে ২৯ জন জেলে ও মাঝিমাল্লাকে হস্তান্তর করে আরাকান আর্মি। পরে বিজিবি তাদেরকে ট্রলারে করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে।
ফেরত আসা জেলেদের মধ্যে ১৫ জন বাংলাদেশি নাগরিক আর ১৪ জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) সদস্য।
গত ১১ ও ২০ ফেব্রুয়ারি টেকনাফের বিভিন্ন স্থান থেকে ৬টি ইঞ্জিনচালিত নৌকাযোগে জেলেরা মাছ ধরতে গিয়ে ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এসময় আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরবর্তীতে জেলেদের পরিবারের অনুরোধে বিজিবি তৎপর হয়ে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করে এবং দীর্ঘ আলোচনার পর গতকাল জেলেদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়।
ফেরত আসা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।