চাঁদাবাজির অভিযোগে আটক সমন্বয়কদের উদ্ধার করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়

Share

রাজশাহী প্রতিনিধি: সমন্বয়করা দাবি করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের খোঁজ খবর নিতে তার মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। শাহরিয়ার আলমের বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ সমন্বয়কে আটক করে পুলিশে দিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে।

সমন্বয়করা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী মিশু, সংগঠনের জেলা কমিটির মূখ্য সংগঠক সোহাগ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী ও ছাত্রনেতা আল-সাকিব।

এদের মধ্যে মিশু ও সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আব্দুল বারী ও সোহাগ সরদার পড়াশোনা করেন রাজশাহী কলেজে।

এ সময় তারা মেডিকেল কলেজের শিক্ষকদের সঙ্গে অশালিন আচরণ করেন। এ নিয়ে কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তাদেরকে উদ্ধার করে পুলিশের গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

এ সময় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিষয়ে খোঁজ খবর নিতে সেখানে গিয়েছিল বলে দাবি করেন সমন্বয়করা।

এ সময় তাদের ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানান বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বেলাল উদ্দীন।

তবে কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ না করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

Read more