যশোর প্রতিনিধি: রোববার সন্ধ্যায় যশোর ফায়ার সার্ভিসের সামনে থেকে মশাল মিছিল বের হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান, সুমাইয়া ইলা, সুরাইয়া শিকদার এশা, রাজিয়া সুলতানা চাঁদনী, ইমন বিশ্বাস, সানি আহমেদ, ফাইয়াজ আহমেদ, আসিফ সোহান, আশালতা, আসমা ইসলাম, ফারহানা হোসেন অরণ্য, ফারহানা ইয়াসমিন মেঘলা, সুমাইয়া তাবাসসুম খান, ঊষা রাশেদ প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি এবং উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদি রাজনীতি বন্ধ বন্ধের দাবি জানায়।