নড়াইলে বিদেশি পিস্তলসহ দুই সহোদর আটক

Share

নড়াইল প্রতিনিধি: গতকাল  ২৩ ফেব্রæয়ারি গভীর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে তারা। পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া পুলিশের একটি দল উপজেলার কুন্দসী এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি ভাড়াবাসা থেকে গেপ্তার করা হয় ধলা বালুল ও তার ভাই বিপুলকে।

এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটক বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে।

Read more