ছাত্রদল পরিকল্পিতভাবে ক‍্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে ছাত্রশিবির সভাপতি

Share

ঢাকা অফিস: ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পথেই ছাত্রদল হাঁটছে। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতির অভিযোগ,সাধারণ ছাত্রদের ওপর হামলা করে ছাত্রশিবিরের ওপর দায় দেওয়ার ষড়যন্ত্র করছে ছাত্রদল। পরিকল্পিতভাবে ক‍্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে ছাত্রদল।

জাহিদুল ইসলাম জানান, ছাত্র রাজনীতি নিয়ে যে জনাকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্রসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি চালু রাখায় শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি হয়েছে। যাতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে।

ক্যাম্পাসে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে ছাত্রদল অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়াকে বর্তমান সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন করার প্রতিবাদ করে নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্ররাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট এর হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ, পরবর্তীতে ‘ইসলামি ছাত্রশিবির’ নামে পরিচিত-কে নিতে হবে।

এতে আরও বলা হয়, ‘স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবির কর্তৃক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তাঁর পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবির এর সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

Read more