ঝিনাইদহ প্রতিনিধি: কুষ্টিয়ার পিয়ারপুর সীমান্তে ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর আবারও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা তিনজনকে গুলি করে হত্যা করেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে।
থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। তবে, এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এই হত্যাকাণ্ডের পর আবারও এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে