যশোর প্রতিনিধি: ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ বুধবার সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে আদালতের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক এই সাংসদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্র্রপুর গ্রামে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ বুধবার পুলিশ প্রহরায় মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়। জানা গেছে, সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে মহেশপুর কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এ ছাড়া সরকার থেকে পাওয়া সহ¯্রাধীক হাঁস জনগনকে না দিয়ে নিজের খামারে পালন করেন বলে অভিযোগ। ৫ আগষ্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক সংসদ সদস্যকে দুই দিনের রিমান্ড

Read more