যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Share

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় একই পরিবারের চাচাতো বোন দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। ১৮ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (৩) ও সুরাইয়া (২) মালয়েশিয়া প্রবাসী সহোদর ইয়ামিন ও ইয়াসিনের শিশুকন্যা। পরিবারের সদস্যরা জানান, সকালে পুকুরে তারা মাছ ধরতে যায়। এ সময় ঐ দুই শিশু তাদের সঙ্গে ছিল। যখন সবাই মাছ ধরায় ব্যস্ত ছিল তখন তারা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তাদের দুই বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। এ সময় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Read more