যশোর শহরের মণিহার মোড়ে ডাকাতি প্রস্তুুতি মামলার পলাতক আসামী রুবেল গ্রেফতার

Share

বিশেষ প্রতিনিধি 
ডাকাতি প্রস্তুতি মামলায় জড়িত সন্দেহে রুবেল ইসলাম ওরফে সাজ্জাদ হোসেন ওরফে জীবনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটিদল। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী রাতে চাঁচড়া রোড আলাউদ্দিন টাওয়ার এলাকা হাতে তাকে গ্রেফতার করে। সে শহরের শংকরপুর রেলবাজার (গাড়োয়ান পাড়া) এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই আমিরুল ইসলাম জানান, গত ২১ জানুয়ারী রাত প্রায় সাড়ে ৯ টায় শহরের মণিহার মোড় সংলগ্ন ক্যাফে হালাল নামক রেষ্টুরেন্টের সামনে এজাহার নামীয় আসামীদের ডাকাতি সংঘটন করার প্রস্তুুতিকালে গ্রেফতার করা হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের তল্লাশী করাকালে ধৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে একটি নীল রংয়ের পিকআপ,লোহার শাবল,দু’টি লোহার রড, একটি প্লাস, একটি হাতুড়ি ও কঠের বাটযুক্ত গাছিদা,লাইলনের রশি জব্দ করেন। উক্ত আসামী রুবেল ইসলাম ওরফে সাজ্জাদ হোসেন ওরফে জীবন ডাকাতি প্রস্তুতিকালে উপস্থিত ছিলো। এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করার সময় কৌশলে ঘটনাস্থল থেকে উক্ত আসামী পালিয়ে যায় বলে তথ্য পাওয়া যাচ্ছে বলে বাদি জানিয়েছেন। মঙ্গরবার ১২ ফেব্রুয়ারী তাকে আদালতে সোপর্দ করেন।#

Read more