যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

Share

যশোর প্রতিনিধি 

যশোর কেন্দ্রীয় কারাগারে ইনামুল হক (৫০) নামে এক ফাঁসির দন্ড প্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আসামি যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের মবজেল বিশ্বাসের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন,গত ২০২৪ সালের মে মাসের ২৫ তারিখে একটি হত্যা মামলায় আদালত তাকে ফাঁসির আদেশ দেন। ওই তারিখে নিহত ইনামুল হক যশোর কেন্দ্রীয় কারাগারে আসে। আজ বৃহস্পতিবার সকালে তার বুকের ব্যথা অনুভব করলে কারাগার থেকে দ্রুত তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। যার রেজিঃ (৮১৯৫/৭৫) সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক সামিয়া খাতুন মৃত্যু ঘোষণা করে মরদেহ মর্গে পাঠায়।

Read more