সুনামগঞ্জের পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যারহারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ

Share

সুনামগঞ্জ প্রতিনিধি: বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপারের ‘স্যার’ বলে সম্বোধন না করায় গণ অধিকার পরিষদের নেতাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিয়েছেন পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খান। এই ঘটনার কয়েক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেটি ভাইরাল হয়ে যায়। পুলিশ সুপারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জের পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যারহারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ বিকেলে সংবাদ সম্মেলন করে।

ভাইরাল হওয়া ভিডিতে দেখা যায়, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের সামনে বসা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় পুলিশ সুপার উত্তেজিত হয়ে গণ অধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদকে তুচ্ছ-তাচ্ছিলের সূরে বলেন, আমি আজকে চাকরি ছাড়লে কালকে বিএনপি থেকে ইলেকশন করতে পারবো। যা করতে পারেন করেন, বেশি পণ্ডিতি দেখাইছেন, যান যান, যান না, বের হয়ে যান, এই বের হয়ে যান, একদম ঘাড় ধরে বের করে দেব। বিএনপির সবচেয়ে বড় বড় নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে।

গণ অধিকার পরিষদের নেতাদের বলতে শুনা যায় আপনাকে সাহেব বলতে গেলে যদি মাইন্ড করেন, তাহলে আমরা কিভাবে বলব বলে দেন? পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের এমন আচরণের প্রতিবাদে বিকেলে সংবাদ সম্মেলন করেছেন জেলা গণপরিষদের নেতাদের নেতারা। শহরের হাছন নগরের হোসেন বখত চত্বর এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে একটি মামলার খোঁজ খবর নিতে এসপিকে আমি ফোন করি। তখন তিনি পরিচয় এবং কেন ফোন করেছি তা জানতে চান। তখন আমি বলি গত ৬ মাস আগে একটা মামলা হয়েছে কিন্তু একজন আসামিও ধরা হয়নি। এই বিষয়ে আপনার সঙ্গে স্বাক্ষাতের প্রয়োজন। তখন তিনি অফিসে যাওয়ার বলেন, অফিসে যাওয়ার পরপরই তিনি আমাদের সাথে খুব খারাপ আচরণ করেন।
তিনি বলেন, আমি যদি আজকে পদত্যাগ করি কালকে এমপি হয়ে যাব। এ সময় অফিস থেকে ঘাড় ধরে বের দিবেন বলেন বলে হুমকি দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি শাহাবুদ্দিন শিহাব, সাবেক আহ্বায়ক হান্নান আশিক, গণ অধিকার পরিষদ নেতা তিমন চৌমুরী, মোশাহিদ মিল্টন। উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত পুলিশ সুপারের বদলী ও অপসারণ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে বেশ কয়েক বার ফোন করলেও রিসিভ করেননি তিনি। তবে স্থানীয় গণমাধ্যকর্মীদের পুলিশ সুপার বলেছেন, আমি একজন পুলিশ সুপার। আপনারা শুধু আমার রাগটুকু প্রচার করছেন। কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমার অফিসে এসে খুব বাজে ব্যবহার করেছে। ফলে আমি হয়তো একটু রেগে গিয়েছি।

বিশ্বাস করেন, গণ অধিকার পরিষদের নেতারা প্রথমে আমার অফিসে এলে আন্তরিক ব্যবহার করি। কিন্তু তারা সেটার সুযোগ নিয়েছেন। শেষে আবার তারাই সেটা বুঝতে পেরে আমাকে ‘সরি’ বলে গেছেন।

Read more