বিশেষ প্রতিনিধি
উপশহর মহিলা ডিগ্রী কলেজের সামনে গোন্ডেন বাইক শো’ রুমে সশস্ত্র ডাকাতির ঘটনায় শনিবার ১ ফেব্রুয়ারী রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন,ওই প্রতিষ্ঠানের মালিক উপশহর বি ব্লকের ৭৪/৭৫ নম্বর বাসার বাসিন্দা আবুল কাশেমের ছেলে নুরনবী নিশান। মামলায় আসামী করেন অজ্ঞাতনামা ৮/১০জন ডাকাত। ডাকাতির ঘটনা ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির সাথে জড়িত কাউকে সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি।
মামলায় বাদি উল্লেখ করেন,গত ৩০ জানুয়ারী রাত অনুমান ১১ টার সময় বাদি ও তার কর্মচারীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যে যার বাড়িতে চলে যান। ১ ফেব্রুয়ারী গভীর রাত সোয়া ৩ টার সময় নতুন উপশহর মহিলা ডিগ্রী কলেজ এলাকার দোকান ও প্রতিষ্ঠান নিরাপত্তার জন্য নাইন গার্ড আবুল হোসেন বাদিকে মোবাইল ফোন করে তার প্রতিষ্ঠানে আসতে বলেন। তৎক্ষনিক বাদি প্রতিষ্ঠানে এসে দেখেন প্রতিষ্ঠানের শার্টারের তালা ভাঙ্গা ও শাটার খোলা। প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে দেখেন ১২ ভোল্ট ১২০ পিস কিং পাওয়ার,পাওয়ার প্লাস, এশিয়া ব্যাটারী,টারজান প্লাক কোম্পানীর নতুন ইজিবাইকের ১৮লাখ টাকা মূল্যের ব্যাটারী। ২০ পিস পুরাতন ইজিবাইকের ব্যাটারী যার মূল্য ১লাখ ৬০ হাজার টাকা, রিকশা ও ভ্যানের ১০ সেট নতুন ব্যাটারী যার মূল্য ৩লাখ টাকা, ইজিবাইকের ২০পিস নতুন টায়ার ও ক্যাশ ড্রয়ার থেকে নগদ ২৫ হাজার টাকাসহ ২৩লাখ ১০ হাজার টাকা নিয়ে নিবিংঘেœ চলে যায়। তারা দেশীয় অস্ত্র শস্ত্র ব্যবহার এবং ২০মিনিট যাবত ডাকাতি করেছে বলে নাইট গার্ডের মাধ্যমে বাদি জানতে পারেন।#