যশোর প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে যশোর জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান লাবু ও সদর উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলামকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আমলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সে কারণে তাদেরকে আটক করা হয়েছে।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, তাদেরকে বিএনপি’র পার্টি অফিসে অগ্নিকাণ্ড ও ভাঙচুর মামলায় তাদেরকে আটক দেখানোর প্রস্তুতি চলছে।