ক্রিয়া ডেক্স: পাকিস্তান প্রথম টেস্টে জয়ের দেখা পেয়েছিল,ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে স্পিন উইকেট বানিয়ে।উইকেটে দ্বিতীয় টেস্টে ১২০ রানে হেরে বসেছেন বাবর আজমরা। তবে নিজেদের সুবিধার জন্য বানানো সেই উইকেটে মুলতানে আজ এমন হারের পর সংবাদ সম্মেলনে হলো আরেক নাটক, এক সাংবাদিকের প্রশ্নে খেপে যান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করেছে পাকিস্তান।মুলতান টেস্টে এই হারের ফলে পয়েন্ট তালিকায় তলানিতে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে এমন ভরাডুবির পর সংবাদ সম্মেলনে শান মাসুদকে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। দলের এমন বিপর্যয়ে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন নাকি পিসিবি তাঁকে সরিয়ে দেবে – এমন প্রশ্ন শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শান মাসুদ।
সাংবাদিকের প্রশ্নের জবাবে মাসুদ বলেছেন, ‘আপনি আপনার মতামত দিয়েছেন এবং আমি সেটিকে সম্মান করি। কিন্তু আপনার প্রশ্নটি অসম্মানজনক। আমাকে বা অন্য খেলোয়াড়দের আপনি এভাবে অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফলাফল নিয়ে আসি, কিন্তু কেউই এমন অসম্মান সহ্য করবে না। আপনার এটি বুঝতে হবে। আপনি একজনকে নিচু করতে চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমরা সবাই পাকিস্তানের খেলোয়াড়।’
অধিনায়কত্ব ছাড়বেন কি না সেই প্রশ্নের জবাবও দিয়েছেন মাসুদ। এক্ষেত্রে পিসিবির কোর্টে বল ঠেলে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘পিসিবি সিদ্ধান্ত নেবে এবং বোর্ড যে সিদ্ধান্ত নেয় তা খেলোয়াড়রা সব সময়ই মেনে নিয়েছে।’
মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৫৪ রানে ৮ উইকেট হারানোর পরও ১৬৩ রান করেছিল লোয়ার অর্ডারদের ব্যাটে ভর করে। শুরুতে উইকেট নিতে পারলেও শেষ দিকে উইকেট নিতে পাকিস্তানের বোলারদের ব্যর্থতা নিয়ে শান মাসুদ বলেন, ‘আমরা অনেক সময়ই লোয়ার অর্ডারদের দ্রুত আউট করতে গিয়ে সমস্যায় পড়ছি এবং আমাদের এটি সমাধান করার একটি পথ খুঁজতে হবে। কারণ টেস্টে সুযোগ এলে তা দল হিসেবে কাজে লাগাতে হবে।