যশোর প্রতিনিধি: অসাবধানতাবশত চুলার আগুনের মধ্যে পড়ে গিয়ে সাড়ে চার বছরের শিশু পুত্র রাজনের করুন মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাজন ওই গ্রামের মিলন হোসেনের পুত্র।
নিহত রাজনের মামা মনিরুল ও মা পারভীন বলেন,বাড়ির উঠানে বড় চুলায় আমরা ধান সিদ্ধ করছিলাম এ সময় কিছু দূরে আর একটা চুলার পাশের রাজন খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ অসাবধানতাবশত বড় চুলার মধ্যে রাজন পড়ে যায় এ সময় তার শরীর দগ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা একটার দিকে রাজন মারা যায়।নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বলেন এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।