যশোর মনিরামপুর উপজেলার এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

বিশেষ প্রতিনিধি
যশোর মণিরামপুর উপজেলার দূর্বা ডাঙ্গায় কোনাখোলা  সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহিরুল ইসলাম মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। কোনাকোলা বাজারে তার একটি স্যানিটারি পার্টসের দোকান রয়েছে। ১১ডিসেম্বর বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঔ সড়কের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে,তার শরীরের  বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে তারা
মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, জহিরুল ইসলাম গত মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল ১০ টার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে কোনাকোলা বাজারে  নিজের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বুধবার ১১ ডিসেম্বর সকালে পথচারীরা ঝোপের মধ্যে তার লাশ দেখে থানায় খবর দেয়। এরপর সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহতের শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতর পরিবারের পক্ষ থেকে মণিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল। তবে পুলিশ হত্যার রহস্য ও হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।