যশোর প্রতিনিধি: আওয়ামীলীগের আরও দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রেজাউল ইসলাম ও পাগলাদাহ গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মিরাজ হোসেন।
সোমবার মধ্যরাতে আসামিদের নিজনিজ বাড়িতে অভিযান চালিয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ নাহিয়ান তাদেরকে আটক করে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এরআগে রোববার এ ঘটনার সাথে জরিত আরও চারজন ও সোমবার আরও পাঁচজনকে এ মামলায় আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক নাহিয়ান বলেন, তদন্তে উঠে এসেছে এ মামলার এজাহারভুক্ত আসামিদের সাথে আটককৃতদের গভীর সখ্যতা রয়েছে। এছাড়া আওয়ামীলীগের সরকারের আমলে তারা নানা ধরণের অপকর্মে লিপ্ত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।