চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে শহিদ হাসান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর মৃধাপাড়া গ্রামের মো. আকবর আলীর ছেলে।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর মৃধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বুধবার সকাল সারে ১০টার দিকে মৃত শহিদ হাসান সবার অগোচরে পাশ্ববর্তী মৃধাপাড়া জয়নালের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় সে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১১ টার দিকে পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায় সে মানুষিক প্রতিবন্ধী ছিলেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।