আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে একাদশ শ্রেণির এক ছাত্রের ছুরিকাঘাতে এক শিক্ষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আসাম রাজ্যের শিবসাগর জেলায় শনিবার ওই শিক্ষক হত্যার শিকার হন বলে এনডিটিভি জানিয়েছে।
পুলিশ বলছে, পড়ালেখায় খারাপ করার পরিপেক্ষিতে অভিযুক্তকে তিরস্কার করায় ওই শিক্ষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে।
অভিযুক্ত শিক্ষার্থীর বয়স ১৬ বছর। ছুরিকাঘাতে নিহত রাজেশ বড়ুয়া বেজাওয়াদা বেসরকারি ব্যবস্থাপনায় চলা স্কুলটিতে রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। শিক্ষাদানের পাশাপাশি তিনি ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয়ও দেখাশুনা করতেন।
প্রাথমিক তদন্ত বলছে, পড়ালেখায় খারাপ করায় ওই শিক্ষার্থীকে কিছু কথা বলেন শিক্ষক রাজেশ বড়ুয়া। একপর্যায়ে তিনি তার বাবা-মাকে দেখা করতে বলেন।
এ ঘটনার পরদিন স্কুলের পোশাক না পরে ওই শিক্ষার্থী সাধারণ পোশাকে ক্লাস করতে আসে। এমন পরিস্থিতিতে তাকে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন শিক্ষক রাজেশ বড়ুয়া। এরপরই তাকে কয়েকবার ছুরিকাঘাত করে ওই ছাত্র।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, হঠাৎ করেই তার সহপাঠী শিক্ষক রাজেশ বড়ুয়াকে ছুরিকাঘাত করতে থাকে। সে যে সঙ্গে ছুরি নিয়ে ক্লাসে এসেছিল, তা তারা কেউই জানত না। এক পর্যায়ে আহত শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন।
হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক রাজেশ বড়ুয়ার মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।