যশোর বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত বিভাগের শিক্ষার্থী আজরা এর নেতৃত্বে ‘যবিপ্রবি’র রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি কর্তৃক ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের একজন শিক্ষার্থীকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে’ এক মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে যবিপ্রবি’র ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এর নিকট যবিপ্রবি’র রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের স্থায়ী বহিষ্কারের এবং ভুক্তভোগী শিক্ষার্থী সুমন কুমার মন্ডল এর কানের চিকিৎসার খরচ বহনের দাবি জানান। এছাড়া সুমন কুমার মন্ডল রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের শাস্তির দাবিতে যবিপ্রবি প্রক্টর বরাবর এক অভিযোগপত্র দাখিল করেছেন।

 উল্লেখ্য গত ৭ই মার্চ সন্ধ্যা সাতটায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আরণ্যক অনুষ্ঠানের পুরানো রঙ করা ককশিট কুড়িয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীকে সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠে।