নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় একই কেন্দ্র থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সাবেক-বর্তমান তিন নারী জনপ্রতিনিধি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন তারা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই পরীক্ষা কেন্দ্রের সচিব সামসুন্নাহার।
ওই তিন জনপ্রতিনিধি হলেন, বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম, পাঁকা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য শিলা খাতুন ও একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শাহানাজ বেগম।
পরীক্ষার্থী মুর্শিদা বেগম জানান, ‘অল্প বয়সে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়েছে। ফলে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। তবে পড়াশোনার প্রতি ব্যাপক টান ছিল। শেষ পর্যন্ত স্বামীর অনুপ্রেরণায় আবার লেখাপড়া শুরু করেছি।’
শিলা খাতুন বলেন, ‘সত্যি কথা বলতে শিক্ষার কোনো বয়স নেই। আমার ছেলে-মেয়েরা সবাই শিক্ষিত। আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসেবে আমারও শিক্ষিত হওয়াটা জরুরি।’ আশা করছি ভালো ফলাফল করব।
বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ওই পরীক্ষা কেন্দ্রের সচিব সামসুন্নাহার বলেন, সরকার সবাইকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছেন। এই বয়সে তাদের লেখাপড়ার এমন আগ্রহ অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে।