রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বহুল আলোচিত সুদ ব্যবসায়ী আয়েশা আক্তার লিজাকে চাঁদা বাজির মামলায় জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজি মামলায় কুখ্যাত সুদ ব্যবসায়ী ও চাঁদাবাজ আয়েশা আক্তার লিজা রাজশাহীর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এবং মামলার পরবর্তী দিন ধার্য করেন ২৪ এপ্রিল।
এটিএন বাংলার সহযোগী ব্যবসা প্রতিষ্ঠান এটিএন ইমার্ট এর রাজশাহী বিভাগীয় সুপার ডিলার প্রভাস চন্দ্র সরকার গত ১৮ ফেব্রুয়ারি আসামি লিজার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
এদিকে লিজার বিরুদ্ধে রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মানুষকে ধারের নামে সুদের ব্যবসার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অভিযোগ রয়েছে।
টাকা ধার দেয়ার সময় লিজা কৌশলে গ্রহীতার নিকট থেকে অলিখিত ব্যাংকের চেক ও অলিখিত স্ট্যাম্প নিয়ে রাখতেন।
পরবর্তীতে উচ্চমাত্রার সুদ আদায়ের লক্ষ্যে লিজা যেতে ইচ্ছেমতো টাকার অংক বসিয়ে তা ব্যাংকে ডিজ অনার করতো। পরবর্তীতে মামলা করার মাধ্যমে টাকা আদায়ের ব্যবস্থা করতো।
লিজার ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি রাজশাহীর একজন সাবেক এমপিকেও কৌশলে ফাঁসিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।