যশোর প্রতিনিধি: পুলিশ ও র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১শ’ ৯২ বোতল ফেনসিডিল, ৩০ বোতল এ্যালকোহল ও ৫০পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ৫জনকে গ্রেফতার করেছে। ফেনসিডিলবহনকারী পিক উদ্ধার করলেও ফেনসিডিল কারবারী কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।
সাজিয়ালী ক্যাম্পের পুলিশ গত শুক্রবার বিকেলে যশোর শহরের চিত্রার মোড় থেকে অসিত সরদার নামে এক যুবককে ৩০ বোতল হোমিও প্যাথিক পোটেন্সি মেডিসিন এ্যালকোহলসহ গ্রেফতার করে। সে যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা থানার মোড় এলাকার মৃত অনিল সরদারের ছেলে। অপরদিকে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শহরের খড়কী ষ্টেডিয়াম পাড়া সাবুরুর রহমান ওরফে সাবুর টিন সেট ঘরে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ ষখড়কী খ্রিষ্টানপাড়ার মৃত আন্ত্রীয় হালদারের ছেলে উজ্জল হালদার,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বাদুরগাছা এলাকার মৃত রাজ্জাক মন্ডলের ছেলে শুকুর আলী,খড়কী ষ্টেডিয়ামপাড়ার মৃত শেখ সামছুর রহমান ওরফে শমসের এর ছেলে সাবুরুর রহমান সাবু ও শহরের শংকরপুর এলাকার সোনা দাসের ছেলে সুলভ দাসকে আটক করে। এছাড়া,র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গত শুক্রবার ভোর রাতে ঝুমঝুমপুর বিজিবি ক্যান্টিনের সামনে থেকে (ঢাকা মেট্টো-ন-২০-৯৩২৯) পিকআপ থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পিকআপ চালক তার আগে পালিয়ে যায়।