কামরুজ্জামানের উপর হামলার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস
যশোরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কামরুজ্জামানের উপর হামলা ও মারপিটের ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন
কামরুজ্জামানের স্ত্রী মালিহা জেবিন তন্দ্রা। মামলার আসামিরা হলেন, ধর্মতলা কদমতলার বাবু ওরফে ছোট বাবু, ঘোপ সেন্ট্রাল রোডের অনিক ও পূর্ববারান্দীপাড়ার আজিজ। এছাড়া অজ্ঞাত আরও ১৫/২০জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তার স্বামীর নেতৃত্বে গত সোমবার বিকেলে নবনির্বাচিত সাংসদ কাজী নাবিল আহমেদকে বাড়িতে ফুলের শুভেচ্ছা দিতে যান। এসময় তাদের সাথে সংগঠনের ১৫/২০জন নেতাকর্মী ছিলেন। ফুলদেয়ার ছবি তোলার সময় এক জেনপ্রতিনিধি তাদেরকে বাধা দেয়। পরে আসামিদের মধ্যে অনিক চাকু দিয়ে কামরুজ্জামানের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে অন্যরা এসে কামরুজ্জামানসহ তার সাথে থাকা অন্যদের উপর হামলা চালায়। এতে করে কামরুজ্জামানের সাথে অন্যরাও আহত হন। এসময় আসামিরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে কামরুজ্জামানসহ আহত অন্যদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মামলায় আরও উল্লেখ করা হয়, বাদীসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।