যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের হাতে ৩শ’  ট্যাপেন্টাডল,৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার ॥ গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি
কোতয়ালি থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ও ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বড় আঁচড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ফয়সাল শেখ ও একই  থানার দূর্গাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আল নোমান ইমন। এ ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দু’টি মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ২৫ ডিসেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, থানার এক এএসআইসহ একদল পুলিশ রোববার ২৪ ডিসেম্বও বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের মুজিব সড়ক সংলগ্ন আইনজীবি সমিতি ভবন-১ এর সামনে সুজুকি  কোম্পানীর জিক্সার মোটর সাইকেল  (ঢাকা মেট্টো-ল-৪৬-৬৩৬১) এর দুই আরোহী ফয়সাল শেখ এর দখল হতে ২শ’পিস ট্যাপেন্টাডল  ও আল নোমান ইমনের দখল হতে ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা রোববার ২৪ ডিসেম্বর বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার কচুয়া ইউপি’র ২নং ওয়ার্ডের কচুয়া ঘাটকুল পাড়াস্থ মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় মনিরুল ইসলাম অভিযানের খবর পেয়ে দ্রুত পালিয়ে গেলেও তার ঘরে থাকা ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। মনিরুল ইসলাম ওই গ্রামের সাহেব আলী শেখ এর ছেলে