যশোরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা আটক ১

যশোর প্রতিনিধি: যশোর শহরের জজকোর্ট পুকুরপাড়ে ঘোরাঘুরি করাকালে শাহরিয়ার হোসেন (১৬) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি পুলিশ অহিদুজ্জামান রাব্বি (২০) নামে অপর এক যুবককে আটক করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় আটক রাব্বিসহ ৩ জনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামের বর্তমানে কাজিপাড়ার জনৈক মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে আর্স বাংলাদেশ নামের এনজিও কর্মি ও আহত শাহরিয়ার হোসেনের দুলাভাই ফরিদ হোসেন (৩২) শনিবার ২৩ ডিসেম্বর মামলা করেন। মামলার আসামিরা হলো শহরতলীর রামনগর গ্রামের মনিরুজ্জামানের ছেলে ওহিদুজ্জামান রাব্বি (২০) একই গ্রামের সাহারুল ইসলামের ছেলে আলভি (২০) ও আরাফাত হোসেন (২১)। এদের মধ্যে আলভি ও আরাফাত পলাতক।

মামলায় ফরিদ হোসেন বলেছেন, তিনি আর্স বাংলাদেশে চাকুরির সুবাদে স্ত্রী নিয়ে কাজিপাড়ায় ভাড়াটে বাড়িতে বসবাস করেন। শুক্রবার ২২ ডিসেম্বর সকালে শ্যালক শাহরিয়ার হোসেন তার বাড়িতে বেড়াতে আসে। ওই দিন বিকালে তিনিসহ শ্যালক ডিসি অফিস চত্বরে বেড়াতে আসে। ব্যক্তিগত কাজে ফরিদ কালেকটরেট মার্কেটে যান। শ্যালক শাহরিয়ার হোসেন কালেকটরেট পুকুরপাড়ে ঘোরাঘুরি করাকালে পূর্বপরিকল্পিত ভাবে আসামি অহিদুজ্জামান রাব্বি খুন করার উদ্দেশ্যে শ্যালকের পিছন থেকে কপালে ছুরিকাঘাত করে।  শাহরিয়ার হোসেন মাটিতে পড়ে গেলে আসামিরা এলোপাতাড়ি মারপিট করে পকেট থেকে নগদ ১৫শ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেয়। শাহরিয়ার হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে আসামি অহিদুজ্জামান রাব্বিকে আটক করে। অপর দুজন আলভি (২০) ও আরাফাত হোসেন হত্যার হুমকি দিয়ে পালিয়ে য়ায়। আটক রাব্বিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।