যশোরে একই পরিবারের ৬ জন আহতর ঘটনায় একই পরিবারের ৬ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

যশোর ব্যুরো
জমি জমা সংক্রান্ত বিরোধে যশোর সদরের ১০ নং চাঁচড়া ইউনিয়নের বেনাপোল রোড সংলগ্ন একটি গ্যারেজের সামনে চিহ্নিত নারী পুরুষেরা একই পরিবারের ৬জনকে প্রকাশ্যে এলোপাতাড়ীভাবে মারপিট করেছে। এ ঘটনায় ২২ ডিসেম্বর রাতে কোতয়ালি থানায় সদর উপজেলার আমিন নগর গ্রামের ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলাটি করেন যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের স্ত্রী ফাতেমা হোসেন। মামলায় আসামী করেন, আমিননগর গ্রামের আব্দুল হামিদের তিন ছেলে আবু সাঈদ,খোকন, রাসেল , মৃত আবুল খায়েরের তিন ছেলে আব্দুল হামিদ , সফিয়ার রহমান এবং সাইফুর রহমান । পুলিশ এ ঘটনায় শনিবার ভোর রাতে আমিন নগর গ্রামের বাড়ি হতে দুই সহোদরসহ তিনজনকে গ্রেফতার করে। এরা হচ্ছে, খোকন,সফিয়ার রহমান ও সাইফুর রহমানকে আটক করেছে।
মামলায় বাদি উল্লেখ করেন, গত ২১ ডিসেম্বর বেলা ১১টায় তিনি তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত যশোর-বেনাপোল সড়কের পাশের একটি গ্যারেজ নির্মাণ কাজ দেখাশুনা করতে যান। সাথে বাদির বোন দুলভাই ও তাদের ছেলে মেয়েরা। সেখান থেকে ফেরার পথে আসামিরা তাদের লোহার রড, লাঠিসোটা, গাছি দা দিয়ে আক্রমন করে। আসামিদের তিনবাড়ির স্ত্রীরা তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার ভগ্নিপতি আব্দুল মান্নান, বোন মর্জিনা, ভাগ্নে জাহাঙ্গীর ও আলমগীর, ভাগ্নি মাকসুদা, তার স্বামী তোফাজ্জেল হোসেনকে মারপিট করে। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি মারপিটে একই পরিবারের ৬জন জখম হন। পরে চিৎকার চেচাঁমেচি শুলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে তারা গুরুতর জখম অবস্থায় যশোর জেনারেল হাসপাতলে ভর্তি হয়ে চিকিৎসা নেন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও আসামিরা বাদির গ্যারেজ ও বসতবাড়ী দখলের হুমকি ধামকি দেয়। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার এজাহার নামীয় আসামী,খোকন,সফিয়ার রহমান ও সাইফুর রহমানকে গ্রেফতার করে। তাদেরকে শনিবার দুপুরে আদালতে সোর্পদ করে।