চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

রোকনুজ্জামান, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ৫৩তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে উপজেলা প্রশাসন।
এদিন সকাল ৭টা থেকে মশিউরনগর স্মৃতি সৌধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, উপজেলা পরিষদ চত্ত্বর ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
এরপর সকাল ৯টায় সরকারি শাহাদত পাইলট বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এক কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উপজেলা প্রশাসন। সকাল ১১টায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সকল সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিকাল থেকে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, উপজেলা প্রশাসন বনাম সুধী সমাজ প্রীতি ফুটবল ম্যাচ, বীর মুক্তিযোদ্ধাদের বালিশ খেলা ও সরকারী দপ্তরের কর্মকর্তাদের জন্য হাড়িভাঙ্গা-মোরগলড়াইসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়।
এদিকে চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেনের পিতা ও সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল খালেক এর আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, সদস্য ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, পৌর কাউন্সিলর রুহুল আমিন, গোলাম মোস্তফা, সোহেল রানা উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শিমুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম-সম্পাদক হারুন অর রশীদ, আসিফ আহমেদ, যুবলীগ নেতা মিলন হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সারজান দেওয়ান সোহেল, যুগ্ম-আহবায়ক আকরামুল ইসলাম, রুবেল হোসেন, সাগর কুমার, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিহাদ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা আজমীর হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যদিকে দিবসটি পালনে এদিন সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের বৈশাখী মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি ও চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রিয়াসাত ইমতিয়াজ, সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক প্রভাষক জাফর ইকবাল লিটন, চৌগাছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন শামীম আক্তার লিখন, প্রমিলা বালা বিশ্বাস সহ উদীচী শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন শিল্পী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশাত্মবোধক বিজয়ের গান, নৃত্য ও বিজয় দিবসের উপর যাত্রাপালা প্রদর্শন করা হয়।